ইসলামী ফতোয়া
কেউ যদি একটি গরুতে একভাগ আকীকা আর বাকি অংশ কুরবানীর...
উত্তর
প্রশ্ন কেউ যদি একটি গরুতে একভাগ আকীকা আর বাকি অংশ কুরবানীর নিয়তে কুরবানী করে তবে তার আকীকা ও কুরবানী আদায় হবে কি না? উত্তর হ্যাঁ, গরু, উট, মহিষে সাত ভাগের এক ভাগ আকীকা ও বাকি অংশ কুরবানীর নিয়ত করলে আকীকা ও কুরবানী দু’টোই আদায় হয়ে যাবে। -রদ্দুল মুহতার ২/৫৪৩, ৬/৩২৬; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩০৪; ইমদাদুল আহকাম ৪/২৮২ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার গরুতে আকিকার কয় অংশ এক গরুতে সাত আকিকা গরু দিয়ে আকিকা আল কাউসার গরু দিয়ে আকিকা দেওয়ার নিয়ম এক গরুতে একাধিক আকিকা গরু দিয়ে আকিকার নিয়ম আহলে হক মিডিয়া কোরবানির গরু দিয়ে কি আকিকা হয় আকিকার টাকা কে দিবে