ইসলামী ফতোয়া
বাচ্চা দুধ পান করা অবস'ায় অনেক সময় মায়ের কোলে বমি করে দেয়। আবার কখনো দুধ পান করার পর বমি করে দেয়। বমির পরিমাণ কখনো বেশি হয় কখনো কম। প্রশ্ন এই যে, এই কাপড় পরিধান করে নামায পড়া যাবে কি?
উত্তর
দুধের শিশুর বমিও বড়দের মতো একই হুকুমের অন-র্ভুক্ত। অর্থাৎ মুখ ভর্তি বমি হলে তা নাপাক। আর মুখ ভর্তি না হলে নাপাক নয়। উল্লেখ্য, দুধ পান করার পরক্ষণে বমি করলেও উপরোক্ত হুকুম প্রযোজ্য হবে। হ্যাঁ, খাবার গিলে ফেলার আগেই মুখ থেকে বের করে দিলে এর কারণে কাপড় বা শরীর নাপাক হবে না। হাশিয়াতু তহতাবী আলালমারাকী পৃ. ৪৯; ফাতহুল কাদীর ১/১৭৯; আলবাহরুর রায়েক ১/৩৪; আসসিয়াআহ ১/২১৯; আদ্দুররুল মুখতার ১/১৩৭ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার নবজাতকের দুধ তোলার কারণ বাচ্চা বুকের দুধ খেতে চায় না কেন বাচ্চারা দুধ বমি করে কেন শিশুর দুধ খাওয়ার পর বমি হওয়ার কারণ নবজাতকের গলায় দুধ আটকে গেলে বাচ্চাদের বমি বন্ধ করার দোয়া নবজাতকের ছানা বমি বাচ্চাদের বার বার বমি হলে করণীয়